প্রতিদিনের ডেস্ক
কিছুদিন আগে মাইক্রোসফট বিং চ্যাটের নাম পরিবর্তন করে কোপাইলট করে। এবার একই পথ অনুসরণ করেছে গুগল। প্রতিষ্ঠান জেনারেটেড তাদের এআই চ্যাটবট মডেল বার্ড নাম পরিবর্তন করে জেমিনি রেখেছে। খবর এনগ্যাজেট। চলতি মাসের শুরুতে এআই মডেলটি নাম পরিবর্তনের খবর জানা যায়। এছাড়া গুগল উন্নত এআই ক্ষমতাসম্পন্ন চ্যাটবটটির পেইড ভার্সন বের করার পাশাপাশি অ্যান্ড্রয়েডের জন্য একটি নির্দিষ্ট জেমিনি অ্যাপ চালু করেছে।
গুগলের সিইও সুন্দর পিচাই জানান, গ্রাহকের গুগল সবচেয়ে উন্নত এআই মডেলগুলোর সরাসরি অভিজ্ঞতা নেয়ার সর্বোত্তম উপায় ছিল বার্ড। এখন থেকে বার্ড জেমিনি নামে পরিচিত হবে। এটি ওয়েবে প্রায় ৪০টি ভাষায় পাওয়া যাবে। আর অ্যান্ড্রয়েডের প্লাটফর্মের একটি নতুন জেমিনি অ্যাপ চালু হয়েছে দ্রুত আইওএস ডিভাইসের অ্যাপে আনা হবে।
জেমিনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করলে তা মূলত ব্যবহারকারীর ডিভাইসের গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তাই এখন থেকে হোম বাটন লং প্রেস করলে বা হ্যালো গুগল বলে কমান্ড করলে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনি চালু হবে।
এছাড়া জেমিনি অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সাধারণভাবে ব্যবহৃত গুগল অ্যাসিস্ট্যান্টের সব ফিচার ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কল করা থেকে শুরু করে সব স্মার্টহোম ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যাবে। গুগল জানিয়েছে, এটি আগামীতে তারা আরো বেশ কয়েকটি নতুন অ্যাসিস্ট্যান্ট ফিচার জেমিনিতে যুক্ত করবে।
আইওএসের ডিভাইসের জন্য আপাতত আলাদা করে জেমিনি অ্যাপ চালু করা হয়নি। তবে বর্তমানে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা গুগল অ্যাপের ভেতর জেমিনি এআই টগল অন চ্যাটবট ব্যবহার করতে পারবে।
আপাতত জেমিনি অ্যাপটি যুক্তরাষ্ট্রে শুধু ইংরেজি চালু হলেও আগামীতে গুগল ইংরেজির পাশাপাশি জাপানি ও কোরিয়ানসহ বিভিন্ন ভাসায় জেমিনি চ্যাটবট উন্মুক্ত করবে বলে জানিয়েছে।