প্রতিদিনের ডেস্ক
অ্যাপলের বৃহত্তম উৎপাদন অংশীদার ফক্সকন গ্রুপ নতুন বিনিয়োগের মাধ্যমে ভারতে তার উপস্থিতি সম্প্রসারিত করছে। এইচসিএল গ্রুপের সঙ্গে অংশীদারত্বে একটি চিপ অ্যাসেম্বলি ও টেস্টিং কারখানা স্থাপনে ১ হাজার ২০০ কোটি রুপি বিনিয়োগ করবে ফক্সকন। খবর গিজমোচায়না।
এ পদক্ষেপের মাধ্যমে ফক্সকন ভারতে ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশের পাশাপাশি ফক্সকনের বৈশ্বিক উৎপাদন সম্প্রসারণ করতে চায়। এদিকে সম্প্রতি ফক্সকনের সিইও লিউ ইয়ং-ওয়েকে ভারতের পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। নভেম্বরে ভারতে ফক্সকনের সহায়ক সংস্থা হন হাই টেকনোলজি ইন্ডিয়া মেগা ডেভেলপমেন্ট প্রকল্পে ১৬০ কোটি ডলার বিনিয়োগ প্রতিশ্রুতির পর এ ঘোষণা এসেছে। এ বিনিয়োগের পাশাপাশি ফক্সকন তাদের উৎপাদন সক্ষমতা বাড়াতে ভারত সরকার ও স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে গত মাসে ফক্সকন চিপ প্যাকেজিং ও টেস্টিং কারখানা নির্মাণে এইচসিএল গ্রুপের সঙ্গে ৩ কোটি ৭২ লাখ ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এছাড়া চেন্নাইয়ের কাছে কাঞ্চিপুরম জেলায় একটি নতুন ইলেকট্রনিক যন্ত্রাংশের কারখানা স্থাপনে ফক্সকন তামিলনাড়ু সরকারের সঙ্গে ১ হাজার ৬০০ কোটি রুপির বিনিয়োগ চুক্তি করেছে। ফক্সকনের বিনিয়োগগুলো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স উৎপাদনের বৈশ্বিক কেন্দ্র হয়ে ওঠার ভারতের উচ্চাকাঙ্ক্ষাকে অর্জনে সাহায্য করবে আশা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।