২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় প্রশাসনের তোয়াক্কা না করে কপোতাক্ষ নদের মাটি যাচ্ছে ইটভাটায়

আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় প্রশাসনের তোয়াক্কা না করে চাঁদখালীতে কপোতাক্ষ নদের খননকৃত মজুদ মাটি কেটে রাতের আধারে পাঁচার হচ্ছে ইট ভাটায়। প্রশাসনের নজরদারি স্বত্বেও প্রভাবশালী ব্যক্তিরা ফাঁকি দিয়ে বেকু ম্যাশিনে মাটি কেটে মহেন্দ্রা গাড়ীতে করে ইট ভাটায় পাঁচার করছেন। এ ঘটনায় কালীদাশপুর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মোঃ শফিকুল ইসলাম গাজী,সালাউদ্দীন গাজী,মেহেদী হাসান,নজরুল ইসলাম,সবুর গাজীসহ অনেকেই সংসদ সদস্য’র হস্তক্ষেপ কামনা করে অভিযোগ করেছেন। অভিযোগ উল্লেখ করা হয়েছে চাদঁখালীর অধিকাংশ ইট ভাটায় কপোতাক্ষ নদের খননকৃত সরকারী মাটি নিয়ে যাওয়া হচ্ছে। রাত্রে বেকু ম্যাশিনে কেটে লক্ষ লক্ষ টাকার মাটি মহেন্দ্রা গাড়িতে পাঁচার করা হয়। এর ফলে রাস্তায় ধুলোবালি-কাঁদায় চলাচল অযোগ্য হয়ে পড়ে,বিশেষ করে বর্ষা হলে পরিবেশ নষ্ট হয়,বাড়ে দুর্ঘটনা। প্রতিকার পেতে ইতোমধ্যে স্থানীয়রা সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামানের কাছে অভিযোগ দিলে তিনি উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা নিতে বলেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল- আমিন সরকারী মাটি কাঁটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন। তার পরেও মাটি চুরি বন্ধ হয়নি। এ বিষয়ে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ( লস্কর) মোঃ কামরুল হাসান বলেন,নদ খননকৃত সরকারী মাটি কাঁটার ঘটনায় কয়েক জনের আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। জেল থেকে মুক্ত হয়ে তারা ফাঁকি দিয়ে আবারো মাটি কেটে নিয়ে যাচ্ছে। চাঁদখালী ইউপি’ চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস বলেন,সরকারী মাটি কেটে পাচারের ঘটনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উর্থাপন করেছি। তবে তিনি আরোও বলেন, যারা অভিযোগ করেছেন এদের মধ্যে দু’একজন মাটি কাঁটার বিনিময়ে ব্যক্তি স্বার্থ নিতে তৎপর রয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার রাষ্ট্রীয় কাজে বিদেশে অবস্থান করায় অভিযোগের বিষয়ে মতামত নেওয়া সম্ভব হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়