১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ভালো আছেন ফারিয়া

প্রতিদিনের ডেস্ক
অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তাকে ভর্তি করা হয়েছিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তবে এখন তিনি ভালো আছেন। হাসপাতাল ছেড়েছেন গতকাল দুপুরে। ফারিয়ার মিডিয়া ম্যানেজার আর্নিল হাসান মানবজমিনকে বলেন, এখন আগের তুলনায় ভালো আছেন ফারিয়া। গতকাল শুক্রবার ছিল বলে সব পরীক্ষা করা যায়নি। তবে আজ একটি সিটি স্ক্যান করা হবে তার। এরপর ফের ডাক্তার দেখানো হবে। এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে অচেতন হয়ে পড়েন ফারিয়া। তখনই রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে
ফারিয়ার মা পারভীন আক্তার বলেন, ক’দিন ধরেই একটু অসুস্থবোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনো কিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গত বৃহস্পতিবার বিকাল থেকে শরীর বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সে ভালো আছে আগের থেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়