প্রতিদিনের ডেস্ক:
আজিজুল হক কলেজে কেন পড়ব? প্রশ্নটা করেছিলাম রেজওয়ানুল ইসলামকে। ইসলামিক ইতিহাস বিভাগের এই ছাত্রকে প্রশ্নটি আরেকটু বুঝিয়ে বললাম, ‘ধরুন, বগুড়া অঞ্চলের শিক্ষার্থীরা স্কুল-কলেজ শেষ করে কেন আপনার কলেজে ভর্তি হবে?’উত্তরটা মনে হয় তৈরিই ছিল। রেজওয়ানুল ঝটপট বললেন, ‘প্রথমত, এই কলেজের পরিবেশ। এত বিশাল ক্যাম্পাস, এত সাজানো–গোছানো জায়গা আপনি আর কোথায় পাবেন? রাজনৈতিক হট্টগোল তেমন নেই। তা ছাড়া আমরা খুব ভালো কয়েকজন শিক্ষক পেয়েছি।’আজিজুল হক কলেজের আরও কয়েকজন শিক্ষার্থীকে প্রশ্ন করেও একই রকম উত্তর মিলল। তবে ভিন্ন একটা কারণও রেজওয়ানুলরা এখন বলতেই পারেন। তা হলো, সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি স্নাতক পাঠদানকারী প্রতিষ্ঠানের মধ্যে র্যাঙ্কিংয়ে তৃতীয় হয়েছে বগুড়ার এই কলেজ। শুধু পরিবেশ নয়, পড়ালেখার মানের কারণেও উত্তরবঙ্গের বহু পুরোনো এই প্রতিষ্ঠানটির বিশেষ সুনাম আছে।