২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফাকে ইরানের অনুরোধ

প্রতিদিনের ডেস্ক
ফিলিস্তিনের গাজায় প্রতিদিন মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে। ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারাচ্ছেন শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধরা। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন বিশ্ব নেতারা। এবার ফুটবলেও ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফার কাছে দাবি জানালো ইরান। ইরানিয়ান ফুটবল ফেডারেশন তাদের ওয়েবসাইটে এই আহ্বান জানায়। ফুটবল সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে ইসরায়েলি ফেডারেশনকে ‘সম্পূর্ণরূপে বহিষ্কার’ করতে ফিফাকে অনুরোধ করেছে। ফিফাকে দ্রুত গুরুতর পদক্ষেপ নিতে বলেছে ইরানের ফেডারেশন। একই সঙ্গে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এর সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসার আহ্বান করেছে তারা। এছাড়া গাজায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম সরবরাহের ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে পাল্টা জবাব হিসেবে তারা গাজায় যুদ্ধ শুরু করে। স্থলপথ ও আকাশপথে তারা হামলা করছে। এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছে বলে মিডিয়ার খবর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়