৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

এমামুল হাসান সবুজ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছার নাজমুল ইসলাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক প্রতিনিয়ত দেরি করে বিদ্যালয়ে আসেন কয়েকজন অভিভাবকের এমন অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকাল ৯টা ৬মিনিটে সরেজমিনে ওই স্কুলে যায়। এসময় প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানকে স্কুলে পাওয়া যায়নি। সহকারি শিক্ষকরা অফিস কক্ষে বসা। কয়েকজন মেয়ে শিক্ষার্থী স্কুল আঙ্গিনাসহ ক্লাসরুম গুলো পরিস্কার করছে। কয়েকজন ছেলে শিক্ষার্থী জাতীয় পতাকা উত্তোলন করার চেষ্টা করছে। জাতীয় পতাকা উত্তোলনের সময় কোন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন না। সকাল সাড়ে ৯টায় সহকারী শিক্ষা অফিসার রেহেনা বানুকে প্রধান শিক্ষক স্কুলে অনুপস্থিতির বিষয়টি অবগত করা হলে তিনি প্রধান শিক্ষক (স্কুলে যাচ্ছেন) রাস্তায় আছেন বলে জানান। প্রধান শিক্ষক প্রায় দেরি করে স্কুলে পৌছায় এমন প্রশ্নের জবাবে রেহেনা বানু বলেন, বিষয়টি ইতিপূর্বে জমি দাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি প্রধান শিক্ষককে সতর্ক করেছিলেন। কিন্তু তার পরও কেন দেরি করছেন তা তিনি খতিয়ে দেখবেন বলেও জানান। ২০০১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ৫জন শিক্ষক রয়েছেন। বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ১২২ জন। এরমধ্যে শিশু শ্রেনিতে ৩২জন, ১ম শ্রেনিতে ১৭জন, দ্বিতীয় শ্রেনিতে ২৬জন, তৃতীয় শ্রেনিতে ১৮জন, চতুর্থ শ্রেনিতে ১৭জন ও পঞ্চম শ্রেনিতে ১২জন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়