প্রতিদিনের ডেস্ক
বক্স অফিসে জয় করতে পারেনি সালমানের ‘টাইগার থ্রি’। যে তারকার এক তুড়িতে বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা হতো। তার কপালেই এখন শনি! তাই তো ভেবেচিন্তে এই তারকা এবার নিজেকে বদলাতে চান। তিনি মন দিয়েছেন চেহারায় বদল আনার। জিমে গিয়ে শুধুই পেশি ফোলানো নয়। বরং এবার একেবারে নতুন চেহারা বানাতে চলেছেন তিনি! জানা গেছে, বিদেশ থেকে স্পেশাল ট্রেনার এসে সালমানকে ‘বডি চেঞ্জ এক্সারসাইজ’ করাবেন।