প্রতিদিনের ডেস্ক
টিভি পর্দায় সাফল্যময় ক্যারিয়ার। এরপর সিনেমায় এসেও সেই ধারা রেখেছেন অব্যাহত। বলিউডজুড়ে জারি রেখেছেন বাঙালিদের দাপট। তিনি মৌনি রায়। বাঙালি এই অভিনেত্রী চুটিয়ে কাজ করছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। তবে নিজের উঠে আসার জার্নিটা একদমই ভুলে যাননি। মৌনি বলেন, “টেলিভিশন আমাকে সব কিছু দিয়েছে। আমি আজ যে অবস্থানে, তা টিভির জন্যই। এবং এর জন্য চিরদিন কৃতজ্ঞ থাকবো।
যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে, সিনেমায় কাজ করবো; তখন মনে হয়েছিল, যদি এখন সিনেমা না করি, তাহলে আর কখন! তো সেই ছোট পর্দা থেকে বড় পর্দায় আসার জার্নিটা একদম আমার মনমতো হয়েছিল; ‘গোল্ড’ সিনেমায়। এখানে আমি এক বাঙালি মেয়ের চরিত্রে কাজ করেছি, বাস্তবেও আমি বাঙালি। ফলে সহজেই সেই চরিত্রে মানিয়ে নিতে পেরেছিলাম। এরপর এক এক করে প্রজেক্ট আসছে, আর আমি সেভাবে কাজ করে যাচ্ছি।” মৌনি রায় মনে করেন, ভাগ্য ও পরিশ্রম দুটো জিনিসই তার সাফল্যের পেছনে কাজ করেছে। স্ট্রাগলের অভিজ্ঞতা জানিয়ে মৌনি বললেন, ‘আমার ভাগ্য এবং পরিশ্রম, দুটোর সমন্বয়ে আমি আজকের জায়গায়।
কখনও এমন হয়েছে, আমি একটি চরিত্রের জন্য অডিশন দিলাম এবং নিজের মনে হচ্ছিল দারুণ করেছি। এমনকি শর্টলিস্টেও জায়গা পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত কাজটা পাইনি। কখনও কখনও সঠিক কারণ ছাড়াই কাজ হাতছাড়া হয়েছে। কিন্তু নিজেকে বুঝিয়ে নিয়েছি, ইন্ডাস্ট্রি এমনই। প্রতি দিন সকালে ঘুম থেকে উঠতে পারি, এটার জন্যই আমি সন্তুষ্ট। এবং আমি ভাগ্যবান যে, যা ভালোবাসি, তা-ই করি।’ ইন্ডিয়া টুডে-র কাছে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনি আরও একটি বিষয় প্রকাশ্যে আনলেন, যেটা তিনি কখনও বলেননি।
মৌনির ভাষ্য, ‘আমার বন্ধুরা সবাই এটা জানে। কিন্তু এই প্রথম অন-রেকর্ডে বলছি, আমি নিজেকে সুন্দর-আকর্ষণীয় মনে করতাম না। এটা নিয়ে অনেক ভাবতাম। আমাকে কেমন দেখাচ্ছে, দীর্ঘ সময় ধরেই আমি নিজেই সেটা পরখ করেছি; এটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু আত্মিক শান্তির বিষয়ে জানার পর, মেডিটেশনের মাধ্যমে নিজেকে ভালোবাসা, আমি যেমন, তেমনটাকে মেনে নেওয়া, এসব উপলব্ধি করেছি।’ এদিকে মৌনি রায়কে আগামীতে দেখা যাবে ‘শোটাইম’ সিরিজে। এটি পরিচালনা করেছেন মিহির দেসাই ও অর্চিত কুমার। সিরিজে মৌনি ছাড়াও আছেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি, বিজয় রাজ, শ্রিয়া সরণসহ অনেকে। আগামী ৮ মার্চ এটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে।