১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

বায়ার্নকে হারিয়ে শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে লেভারকুসেন

প্রতিদিনের ডেস্ক
বায়ার্ন মিউনিখের রাজত্বে ভাগ বসাতে যাচ্ছে বায়ার লেভারকুসেন- এটা আগেই বুঝতে পেরেছিলো সবাই। শনিবার রাতে বিষয়টা আরও নিশ্চিত হলো। মুখোমুখি হয়েছিলো বায়ার লেভারকুসেন আর বায়ার্ন মিউনিখ। অনেকেই ধরে নিয়েছিলো, এই ম্যাচে হয় বায়ার্ন শিরোপার সম্ভাবনা ধরে রাখবে, না হয় সম্ভাবনা শেষ করে দেবে। বে এরেনায় বায়ার্নের শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় পুরোপুরি শেষ করে দিলো বায়ার লেভারকুসেন। ঘরের মাঠে তারা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে। এই জয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান তৈরি করলো লেভারকুসেন। ২১ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। সমান সংখ্যক ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৫০। বায়ার লেভারকুসেনের হয়ে গোল করেন ইয়োসিপ স্টানিসিক, আলেজান্দ্রো গ্রিমালদো এবং জেরেমি ফ্রিমপং। ক্লাব ইতিহাসে লেভারকুসেন কখনো জার্মান বুন্দেসলিগা শিরোপা জিততে পারেনি। এবারই প্রথম সে সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। বায়ার্নকে হারিয়ে টানা ৩১টি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো তারা। অন্যদিকে টানা ১২তম বুন্দেসলিগা শিরোপা জয়ের লক্ষ্য বায়ার্নের। এক যুগ আগে বায়ার্ন মিউনিখ সর্বশেষ শিরোপা জিততে পারেনি। একযুগ পর আবারও শিরোপা হারানোর শঙ্কায় রয়েছে তারা। বায়ার লেভারকুসেনের বিপক্ষে এত বাজে খেলা বায়ার্ন খেলেছে যে, সবাই রীতিমত অবাক। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও (৬১ ভাগ) গোলের লক্ষ্যে শটই নিতে পারেনি তারা। পুরো ৯০ মিনিটের খেলায় মাত্র একবার বায়ার লেভারকুসেনের জাল লক্ষ্যে শট নিতে পেরেছিলো বায়ার্নের ফুটবলাররা। ম্যাচ শেষে লেভারকুসেনের কোচ জাভি আলোনসো বলেন, ‘আজ (শনিবার) ছিল আমাদের খুবই সুশৃঙ্খল খেলা। এই জয় ছিল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়