১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবি মামলায় রাতুলের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক
যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাদাবির মামলার শেখ মোজাম্মেল হোসেন রাতুলকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আনছারুল হক। রাতুল যশোর শহরের মুজিব সড়ক ষষ্টিতলা পাড়ার জনৈক সাইদুর রহমানের দেশি ভিলার ২য় তলার ভাড়া বাসিন্দা। মামলার অভিযোগে জানা গেছে, শহলের এমএক রোডের সন্ধানী সুপার মার্কেটের নিচতলার কোকো মোবাইল সপের মালিক শেখ মহব্বত আলী টুটুল চলতি বছরের ১০ আগস্ট প্রতারণার অভিযোগে কোতয়ালি থানায় একটি মামলা করেছিলেন। রাতুল নিজেকে সাভারের বিসিএন নিউজ ২৪ সাংবাদিক পরিচয়ে ফোন দিয়ে মামলার খোঁজখবর নেয়। ২০২৩ মালের ১৩ ডিসেম্বর রাত ৮ টার দিকে রাতুল কোকো মোবাইল শপে এসে মামলার খোঁজখবর নেয় এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় রাতুল তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকা ও নিউজ পোটালে রিপোর্ট করে দেবে বলে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে রাতুলের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় যশোরের সিনিয়র সাংবাদিকদের সাথে যোগাযোগ করে আশেপাশের ব্যবসায়ীদের সহযোগীতায় রাতুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় কোকো মোবাইল শপের মালিক শেখ মহব্বত আলী টুটুল বাদী হয়ে আটক রাতুলসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে ১৩ ডিসেম্বর কোতয়ালি থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতুলকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত রাতুলকে আটক দেখানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়