নিপা সরকার
যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে অমিত্রাক্ষর সভাকক্ষে গতকাল রবিবার জেলা আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ক সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভায় জানুয়ারি মাসের বিভিন্ন অপরাধ চিত্র, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, কোবিড-১৯ ও ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিষয় আলোচনা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, যশোর( শিক্ষা ও আইসিটি), খালেদা খাতুন রেখা জানুয়ারি মাসের অপরাধ চিত্র তুলে ধরেন। এসময় তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে যশোর জেলার ৮ টি উপজেলায় অপরাধ মামলা হয় ২৫২টি। যার মধ্যে মাদক মামলা ১১৫ টি, খুন ৬টি, দস্যুতা ২ টি, ধর্ষণ একটি, নারী নির্যাতনসহ ৮টি, মানব পাচার একটি, অপহরণ ৪ টি, সিধেল চুরি ৪ টি, গরু চুরি ৩ টি, গাড়ি চুরি ৫ টি, অন্যান্য চুরি ২৬ টি, সড়ক দুর্ঘটনার মামলা ৮ টি। অন্যান্য চুরি ৫৯ টি, উদ্ধারজনিত মামলায় অস্ত্র ২ টি, বিস্ফোরক ৫ টি, চোরাচালান ৩ টি। গত বছরে জানুয়ারি মাসে অপরাধ মামলা ২৮৫ টি হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, ‘গত বছরের তুলনায় জানুয়ারি মাসের অপরাধ এই বছরে তুলনামূলক ভাবে কম। কিন্তু মাদক মামলা ১১৫ টি যা অনেক বেশি। আমরা যেভাবে অভিযান চালাতে সক্ষম হচ্ছি এবং পদক্ষেপ নিয়েছি তাতে খুব শীঘ্রই অপরাধ অনেকটা কমে যাবে বলে আশা করা যায়।’ সভায় সিদ্ধান্ত হয়, সরকারি-বেসরকারি হাসপাতালের সামনে যানজট নিরসনে গাড়ি পার্কিং করার নির্দিষ্ট স্থান রাখার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুল কলেজের ১০০ গজ দূরত্বে সিগারেট বা তামাকজাতীয় দ্রব্য বিক্রি হবে না। স্থানীয়ভাবে মাদক উৎপাদিত না হয় এবং অন্যদেশ থেকে মাদক যেন চোরাচালান বা আমদানি না হয় তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে দাম যেন বৃদ্ধি না পায় তার জন্য প্রতিনিয়ত বাজার মনিটরিং করাসহ ভোক্তা অধিদপ্তর কর্তৃপক্ষকে সচেতন থাকতে হবে। এছাড়াও ভেজাল খাদ্য বর্জন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা সচল রাখতে হবে। জেলা প্রশাসক মহোদয় বলেন, ‘পৌর পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেকের নিজ নিজ ঘরে সাবমিটার দেওয়া হবে। নিজেদের ব্যবহৃত বিদ্যুৎ বিল নিজেদের পরিশোধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘মোবাইল ফোনে কোন অপরিচিত ব্যক্তি টাকা চাইলে নিজেদের সচেতন হয়ে এড়িয়ে চলতে হবে এবং হোয়াটসঅ্যাপে কোন অপরিচিত ভিডিও কল বা অডিও কল আসলে রিসিভ না করার পরামর্শ দেন। সভায় পুলিশ সুপার বলেন, ‘সকল অপরাধীকে আইন আওতায় এনে শাস্তি প্রদানে পুলিশ তৎপর রয়েছ্।ে তবে মাদক মামলাটা বেশি। এই বিষয়ে আমরা প্রত্যেকেই সচেতন হব, একে অপরকে সচেতন করব এবং মাদকের বিরুদ্ধে সামাজিক ভাবে সেমিনার বা আলোচনা করব।’ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসাইন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুল সাদিক, উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ^াসসহ বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসার, প্যানেল মেয়র মকসিমুল বারী অপু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।