২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

রাজনৈতিক কনটেন্টে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াচ্ছে মেটা

প্রতিদিনের ডেস্ক
ইনস্টাগ্রাম ও থ্রেডসের কনটেন্ট নিয়ন্ত্রণে আরো সুবিধা পেতে যাচ্ছেন ব্যবহারকারীরা। এর অংশ হিসেবে প্লাটফর্মে কী পরিমাণ রাজনৈতিক কনটেন্ট দেখা যাবে সে বিষয়টি নিয়ন্ত্রণ করা যাবে। মূলত ব্যবহারকারীদের পছন্দকে সম্মান জানাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে মেটা। খবর এনগ্যাজেট ।
ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরির তথ্যানুযায়ী, মেটার নতুন কাস্টমাইজেশন আপডেট ব্যবহারকারীদের আগ্রহ ও পছন্দকে সম্মান করে ডিজাইন করা হয়েছে। শুধু কনটেন্ট ফিল্টারিং নয় বরং নিজস্ব পছন্দ অনুযায়ী রাজনৈতিক কনটেন্ট নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিচ্ছে মেটা।
মেটার মালিকানাধীন প্লাটফর্মগুলোয় এখন থেকে যেকোনো ব্যবহারকারী সেটিংস পরিবর্তন করার মাধ্যমে রাজনৈতিক কনটেন্ট দেখতে পারবেন। তবে যারা নিয়ন্ত্রিত মাত্রায় রাজনৈতিক কনটেন্ট দেখতে চান তারা সেটিংস কাস্টমাইজ করে শুধু পাবলিক অ্যাকাউন্ট প্রকাশিত এক্সপ্লোর ও রিলসে রাজনৈতিক কনটেন্ট দেখতে পারবে। নতুন কাস্টমাইজেশন অপশনটি ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করবে বলে জানিয়েছে মেটা।
রাজনৈতিক বিতর্কিত কনটেন্ট থেকে সামাজিক যোগাযোগের প্লাটফর্মগুলোকে দূরে রাখার বৃহত্তর কৌশলের অংশ হিসেবে এ কাস্টমাইজেশন উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় এগিয়ে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক কনটেন্টের নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে। ঠিক সে সময় মেটা নতুন কাস্টমাইজেশন আপডেটটি চালু করেছে।
এছাড়া মেটার নতুন কাস্টমাইজেশন অপশন কনটেন্ট নির্মাতাদের প্রভাবিত করবে। এটি তাদের কনটেন্টের বিষয়ে পরিষ্কার তথ্য দেবে এবং পোস্ট কাদের দেখানো হবে সেটিও নিয়ন্ত্রণের সুবিধা দেবে। এর মধ্যে অন্যতম একটি ফিচার হচ্ছে অ্যাকাউন্ট স্ট্যাটাসের মতো ফিচার, যা কনটেন্ট নির্মাতাদের ধারণা দেবে তাদের রাজনৈতিক পোস্টগুলো কীভাবে দেখানো হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়