১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ 

শিশু নিপীড়ন সহযোগীকে ক্ষমা: হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ

প্রতিদিনের ডেস্ক
শিশু যৌননিপীড়নের একটি ঘটনা ধামাচাপা দেয়ার অপরাধে দোষীসাব্যস্ত হয়ে দণ্ড পাওয়া এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে ছিলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। সে দায় মাথা নিয়ে এবার পদত্যাগ করলেন তিনি। টেলিভিশনে সরাসরি ভাষণ দিতে এসে কাতালিন নোভাক নিজের পদত্যাগের ঘোষণা দেন। নিজের ভুল করার কথা স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, “আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।” কাতালিন নোভাকের বিরুদ্ধে গত সপ্তাহে একটি খবর প্রকাশ পায়। যেখানে বলা হয়, তিনি এমন এক ব্যক্তিকে ক্ষমা করেছেন যিনি রাষ্ট্র পরিচালিত একটি শিশুসদনের একজন পরিচালকের বিরুদ্ধে উঠা শিশু যৌননিপীড়নের অভিযোগ প্রত্যাহার করে নিতে শিশুদের বাধ্য করেছিলেন। খবরটি প্রকাশের পরপর কাতালিন নোভাকের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলন শুরু হয় এবং বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করেন। নিজের এ কাজের জন্য নোভাক ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, এই ক্ষমা প্রদাণ করে তিনি ‘ভুল’ করেছেন। সাবেক বিচারমন্ত্রী জুডিত ভার্গা যিনি ওই ক্ষমার আবেদনে অনুমোদন দিয়েছিলেন তিনিও তার বর্তমান দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়