২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

সক্ষমতায় টেনসর জি৩-এর তুলনায় পিছিয়ে জি৪

প্রতিদিনের ডেস্ক
নতুন সিরিজের পিক্সেল ডিভাইসে টেনসর জি৪ প্রসেসর ব্যবহার করতে পারে গুগল। এমন গুঞ্জন উঠলেও নতুন প্রতিবেদনের তথ্য বলছে, প্রসেসর উন্নত হলেও সক্ষমতার দিক থেকে এটি আগের প্রজন্মের তুলনায় পিছিয়ে।গিজমোচায়নায় প্রকাশিত খবরে বলা হয়, টেনসর জি৩-এর তুলনায় সক্ষমতায় পিছিয়ে থাকার বিষয়ে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি গিকবেঞ্চের তালিকায় গুগল চিপসেট সম্পর্কে নতুন এ তথ্য উঠে এসেছে।
গিকবেঞ্চের তালিকায় গুগল টোকে কোডনেমে নতুন প্রসেসরের সক্ষমতাবিষয়ক তথ্য দেখা গেছে। টোকে মূলত কোন ডিভাইসের কোডনেম সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে প্রযুক্তিবিশারদরা মনে করছেন পিক্সেল ৯, ৯ প্রো বা ফোল্ড ২ ডিভাইসে এটি ব্যবহার করা হতে পারে। চিপটিতে ৩.১ গিগাহার্টজের একটি করটেক্স এক্স৪/এক্স৫ কোর, ২.৬ গিগাহার্টজের তিনটি করটেক্স এ৭এক্সএক্স কোর এবং ১.৯৫ গিগাহার্টজের চারটি করটেক্স এ৫এক্সএক্স কোর রয়েছে। প্রসেসরে মোট আটটি কোর রয়েছে। যেখানে টেনসর জি৩ প্রসেসরে ৯টি কোর ছিল। জিপিইউর জন্য এতে আর্ম মালি-জি৭১৫ ব্যবহার করা হতে পারে বলে জানা গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়