১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের ফজলু রাত কাটাচ্ছে রান্না ঘরে

সোহাগ আলী, কালীগঞ্জ
প্রতিদিনের মতো রাতে দিনমজুর ফজলু মন্ডল ও তার সহধর্মিণী পরিশ্রান্ত শরীরে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ ঘুম ভেঙে দেখেন আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে তার পাশের ঘর। কোনো রকমে প্রান নিয়ে দু’জনে ঘর থেকে বের হয়ে পাড়া প্রতিবেশির সহায়তায় ঘণ্টা খানেক প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ততক্ষণে পুড়ে সব শেষ। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালকুলা গ্রামের আনারুল মন্ডলের ছেলে ফজলু মন্ডলের বসত বাড়িতে বুধবার রাদে এ ঘটনা ঘটে। ঘটনার দিন শুধুমাত্র উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী তাকে ৩ হাজার টাকা দিয়েছিলেন। কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনে আমি গিয়েছিলাম তার বাড়িতে। আমি ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছি তাকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়