১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুবিতে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন আয়োজিত আর্টিস্ট টক অনুষ্ঠিত

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের আয়োজনে আজ ১১ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪টায় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে আর্টিস্ট টক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে ও ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. তরিকত ইসলামের সঞ্চালনায় রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন ভারতের ত্রিপুরা গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফট এর শিল্পকলার ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রমিতপর্ণ পাল এবং ত্রিপুরার সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের চিত্রকলা বিভাগের ইন্সট্রাক্টর বিপ্লব দাস। এ সময় ড. প্রমিতপর্ণ পাল ‘প্রাক এবং স্বাধীনতা পরবর্তী সময়ে ত্রিপুরার শিল্পচর্চার গতিপ্রকৃতি : একটি নতুন ভাষার অনুসন্ধান’ এবং বিপ্লব দাস ‘ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের চিত্রকলা বিভাগের ছাত্র-ছাত্রীদের শিল্পচর্চা’ বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও আলোচনা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়