১৯শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ 

ট্যাব এ৯ প্লাসে স্টোরেজ আপডেট অফার স্যামসাংয়ের

প্রতিদিনের ডেস্ক
গত অক্টোবরের শেষে গ্যালাক্সি ট্যাব এ৯ সিরিজ উন্মোচন করে স্যামসাং। এতে ট্যাব এ৯ ও এ৯ প্লাস নামে দুটি ডিভাইস রয়েছে। সম্প্রতি এ সিরিজের ডিভাইসের জন্য স্টোরেজ আপডেট অফার চালু করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। খবর গিজমোচায়না।
স্টোরেজ আপডেটের আগে কোম্পানির পক্ষ থেকে ডিভাইসের সঙ্গে ৫০ ডলারের একটি বুক কভার অ্যাকসেসরিজও ফ্রি দিয়েছে স্যামসাং। এবার বিনামূল্যে স্টোরেজ আপডেটের সুবিধা চালু করেছে কোম্পানি। মূলত গত বছর গ্যালাক্সি এস২৩ সিরিজের সঙ্গে স্টোরেজ আপডেটের অফার চালু করে কোম্পানিটি। গ্যালাক্সি এস২৪ সিরিজের সঙ্গে অফারটি চালু রাখা হয়েছে।
কোম্পানির বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের গ্রাহকরা যদি স্যামসাং ডট কম থেকে ট্যাবটি কিনে থাকে তাহলে তারা বেশি স্টোরেজ ও র‍্যামের সুবিধা পাবে। এছাড়া গ্রাহকদের জন্য ৯০ ডলার পর্যন্ত ট্রেড ইন বোনাসের ব্যবস্থাও রেখেছে স্যামসাং। অন্য অর্থে ২১৯ ডলারে ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্ট কিনলে গ্রাহকরা ৮+১২৮ জিবি ভার্সন পাবে। গ্যালাক্সি এ৯ প্লাস ট্যাবে মেটাল বডি ব্যবহার করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়