২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

গ্রিসে শিপিং কোম্পানিতে গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ২

প্রতিদিনের ডেস্ক:
গ্রিসের রাজধানী এথেন্সে একটি শিপিং কোম্পানিতে গোলাগুলির বিরল ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইআরটির খবরে বলা হয়েছে, দক্ষিণ শহরতলি গ্লাইফাদারে অবস্থিত একটি শিপিং কোম্পানির সাবেক এক কর্মচারী আজ সোমবার সেখানে বন্দুক হামলা চালিয়েছে।
রয়টার্স জানায়, শিপিং কোম্পানিটির নাম ও হামলাকারীর নাম তাৎক্ষণিকভাবে ইআরটি জানায়নি। বন্দুকধারী এখনও ভবনে রয়েছে বলে খবরে বলা হয়েছে। পুলিশ চারপাশের পুরো এলাকা ঘিরে রেখেছে। ইউরোপের দেশ গ্রিসে বন্দুক হামলার ঘটনা বেশ বিরল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়