প্রতিদিনের ডেস্ক
বাঙালি মেয়ে মৌনী রায় কলকাতার উত্তরবঙ্গ থেকে বলিউডে পা রেখে পরিচিত নাম হয়ে উঠেছেন। মৌনীর সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ টলিপাড়ার নায়ক-নায়িকারাও। কিন্তু মৌনী খোলাসা করলেন, তিনি নিজেকে কখনো সুন্দরী মনে করতেন না। মৌনীর ব্যাখ্যা, আমার বন্ধুরা এটা ভালো করেই জানেন, আমি নিজেকে প্রথাগত সুন্দরী মনে করি না। সে কারণে মানসিকভাবে অনেক স্ট্রাগলও করেছি। একটা লম্বা সময়ের জন্য আমি নিজের সমালোচনা করতেই ব্যস্ত ছিলাম। এটাই আমার জীবনের একটা বড় সত্যি! এরপর মৌনী মেডিটেশন করতে শুরু করেন। নিজেকে বদলে ফেলার চ্যালেঞ্জ নেন। তিনি নিজে যেমন সেটা মেনে নিয়ে, নিজেকে ভালোবাসার পথে হাঁটতে শুরু করেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। অনেক সময় কাজে রিজেকশন মানুষের মনে এমন ধারণা তৈরি করে।
মৌনীর ক্ষেত্রেও তেমন হয়ে থাকতে পারে। কারণ অভিনেত্রীর স্বীকারোক্তি, এ রকম অনেক সময়ে হয়েছে, যখন একটা চরিত্রের জন্য অডিশন দিয়ে মনে হয়েছে আমি দারুণ পেরেছি। মনে হয়েছে চরিত্রটা আমিই পাবো। কিন্তু তারপর চরিত্রটা পাইনি। কিছু সময় তার পেছনে কোনো ঠিক কারণও ছিল না। তবে আমি বুঝেছি, এই ইন্ডাস্ট্রিটাই এরকম। যাই হোক, সামনে কী আছে, সেটা ভাবাই ভালো। রোজ সকালে ঘুম থেকে উঠে যে কাজটা করতে ভালোবাসি, সেটা করতে পারছি, এটা ভেবেই ভালোলাগে।