২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে হিন্দু কল্যান ট্রস্টের উদ্যোগে শ্রেষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাট জেলায় হিন্দুধর্মীয় কল্যান ট্রস্টের উদ্যোগে শ্রেষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট বাসাবাটি সার্ব্বজনীন দুর্গা মন্দিরে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো: তানভীর ইসলাম। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাগেরহাটের সহকারী প্রকল্প পরিচালক বিশ্বজিৎ ব্যানার্জীর সভাপতিত্বে এ অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র,বাগেরহাট পূজাউদযাপন পরিষদের সাধারন সম্পাদক মধুসূদন দাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, ফিল্ড সুপার ভাইজার চিরঞ্জীব মল্লিক। এসময় মন্দির কমিটির সদস্যবৃন্দ ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বাগেরহাট জেলার সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাঁচ জন শ্রেষ্ঠ শিক্ষক ও দশ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়