৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ  । ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ 

লকস্ক্রিন থেকে মেসেজ ব্লকের সুবিধা হোয়াটসঅ্যাপে

প্রতিদিনের ডেস্ক
লকস্ক্রিন থেকে স্প্যাম মেসেজ ব্লক করার নতুন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে স্প্যাম মেসেজের উপস্থিতি বাড়ছে। এ থেকে ব্যবহারকারীদের সুরক্ষায় প্লাটফর্মে নতুন ফিচার চালুর উদ্যোগ নিয়েছে মেটা। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।ফিচারটির মাধ্যমে লকস্ক্রিন থেকেই যেকোনো স্প্যাম মেসেজ ব্লক করা যাবে। আলাদাভাবে অ্যাপে প্রবেশ করতে হবে না। এটি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মেসেজিং অভিজ্ঞতায় ব্যবহারকারীদের আরো নিয়ন্ত্রণ দেবে।
হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং নেটওয়ার্কের জন্য স্প্যাম মেসেজ বড় সমস্যা। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে স্ক্যামাররা অফার ও ভুয়া সুবিধা দেয়ার প্রচারণা চালিয়ে থাকে। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এসব মেসেজ ব্লক করতে পারবে।
নোটিফিকেশনে স্প্যাম মেসেজ আসার পর সেটিতে লং প্রেস করলে ব্যবহারকারীদের একাধিক অপশন দেখানো হবে। যার মধ্যে মেসেজের প্রেরককে ব্লক করা এবং সেই নাম্বারটি রিপোর্ট করার মতো অপশন দেখা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়