১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এবার ভারতের ভিসা জটিলতায় রিহান

প্রতিদিনের ডেস্ক
শোয়েবের পর এবার আরেক পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার রিহান আহমেদও পড়েছেন ভারতের ভিসা জটিলতায়। অথচ গত ২ ফেব্রুয়ারিতে বিশাখাপত্তমে শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও খেলেছেন তিনি। চার দিনে এই টেস্ট শেষ হওয়ার পর বাকি তিন ম্যাচ রেখেই দলের সঙ্গে আবুধাবিতে চলে যান রিহানও। দলের সঙ্গে যথারীতি ফেরেন রিহানও। ইংলিশ দলকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে রাজকোটের হিরাসার এয়ারফোর্টে। সেখানেই শুরু হয় নাটকীয়তা। রিহানকে এয়ারফোর্ট থেকে ভারতে ঢুকতে দিচ্ছিলেন না দায়িত্বরত কর্মকর্তারা। তারা জানায়, রিহান নিজের সঙ্গে সঠিক কাগজপত্র নিয়ে আসেননি। সেখানে সময়ক্ষেপণের বিষয়ে জানতে পারে ছুটে আসেন অন্যান্য কর্মকর্তারা। তাৎক্ষণিক একটি সিদ্ধান্ত দেন তারা। পরে এই লেগস্পিনারকে দলের সঙ্গে টিম হোটেলে যাওয়ার অনুমতি দেওয়া হয়। ইংল্যান্ড দল আশা করছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়