আব্দুর রাজ্জাক বুলি, পাইকগাছা
পাইকগাছায় জমির বিরোধে ভাইপো গোবিন্দ এর লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধ কাকা কুশিলাল মন্ডল (৭৫)। একই ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল রক্তাক্ত জখম হয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এঘটনায় থানায় মামলা হলে দু’জনকে আটক করা হয়। পুলিশ নিহতের মরদেহ সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। সহকারী পুলিশ সুপার ( ডি সার্কেল) মো সাইফুল ইসলাম সহ অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের বড় ভাই রনজিৎ মন্ডল ওরফে লব (৭৮) ও তার ছেলে গোবিন্দ মন্ডল (৫৫) কে আটক করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বাদী হয়ে ধৃত ব্যক্তি সহ অন্যদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন।
থানা পুলিশ ও নিহতের ছেলে কৃষ্ণ মন্ডল বলছেন, কিছুদিন আগে আমার পিতা আমাদের জমির সীমানায় নেট দিয়ে বেড়া দেয়। এ নিয়ে প্রতিবেশি ভাই গোবিন্দ মন্ডল (৫৫) ও তার পিতা রনজিৎ মন্ডল (৭৫) সোমবার রাতে ঘেরা বেড়া উঠিয়ে দেয়। এ বিষয় জানতে চাইলে গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডল লাঠি দিয়ে তেড়ে এসে আমার পিতার মাথায় ও ঘাড়ে লঠি দিয়ে আঘাত করলে আমার পিতা মাটিতে লুটিয়ে পড়ে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে আহত করে। এলাকাবাসি আমাকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে আসে। আমার পিতা ঘটনাস্থলে মারা যায়। অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে প্রধান আসামি গোবিন্দ মন্ডল ও তার পিতা রনজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।