প্রতিদিনের ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নিজস্ব চিপ ব্যবহারে কাজ করছে মেটা। চলতি বছর থেকেই কোম্পানিটি এর ডাটা সেন্টারগুলোয় নিজস্ব চিপ ব্যবহার করতে চায়। যে কারণে ফেসবুক-মেসেঞ্জারের মালিকানা কোম্পানিটি আরটেমিস কোডনেমে চিপের উন্নয়নে কাজ করছে। খবর টেকরাডার।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটির অভ্যন্তরীণ নথির বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে এনভিডিয়ার এইচ১০০ চিপের ওপর কোম্পানির নির্ভরতা কমবে। এছাড়া এআইয়ের পরিধি বিস্তারে কোম্পানির ব্যয়ও কমবে।
কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর জন্য মেটা সাম্প্রতিক বছরগুলো হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে। মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে জেনারেটিভ এআই যুক্ত হচ্ছে। মূলত সার্ভার পরিচালনায় নিজস্ব বিশেষ চিপ তৈরির পাশাপাশি ডাটা সেন্টারে এগুলোর ব্যবহার নিশ্চিত করাই কোম্পানির লক্ষ্য।
সিলিকন রিসার্চ গ্রুপ সেমিঅ্যানালাইসিসের প্রতিষ্ঠাতা ডাইলান প্যাটেল জানান, মেটা যদি নিজস্ব চিপ ব্যবহার করতে পারে তাহলে বছরে সেমিকন্ডাক্টর কেনাসহ শক্তি সরবরাহে হাজার কোটি ডলার খরচ কমাতে পারবে। নিজস্ব চিপ তৈরি করলেও নিকট-ভবিষ্যতেও এনভিডিয়ার এইচ১০০ জিপিইউ ব্যবহার করবে মেটা। সম্প্রতি দেয়া এক বিবৃতিতে মেটাপ্রধান মার্ক জাকারবার্গ জানান, চলতি বছর শেষে তার কোম্পানি সাড়ে তিন লাখের কিছু বেশি এইচ১০০ চিপ ব্যবহার করবে।
প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ পর্যায়ে মেটা এআই সিলিকন প্রকল্প গ্রহণ করেছিল। নিজস্ব চিপের ব্যবহার প্রকল্পটির একটি ইতিবাচক অর্জন হয়ে উঠবে। এছাড়া এনভিডিয়ার চিপ ব্যবহার থেকে সরে এলে তা এআই খাতে কোম্পানিটির শক্তিশালী অবস্থার অবসান ঘটবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।