প্রতিদিনের ডেস্ক
নিত্যদিনের বিভিন্ন কাজ সম্পর্কে অবগত থাকার জন্য কম্পিউটারে স্টিকি নোট ব্যবহার করা হয়। এবার ব্যবহারকারীদের সুবিধার্থে এ অ্যাপের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। খবর টেকটাইমস।
সম্প্রতি উইন্ডোজ ইনসাইডার ফায়ারকিউব নতুন ডিজাইনের স্টিকি নোটের স্ক্রিনশট প্রকাশ করেছে। যেখানে অ্যাপের লোগোর রঙে হালকা পরিবর্তন আনা হয়েছে। মূলত ওয়াননোট প্লাটফর্মের সঙ্গে গভীরভাবে কাজ করার বিষয়ে স্টিকি নোটের অংশগ্রহণের বিষয়টি লোগোয় ফুটে উঠেছে। তবে স্টিকি নোটের বিভিন্ন ফিচার ও কার্যক্রম আগের মতোই রয়েছে।
সূত্রের তথ্যানুযায়ী, নোটগুলো আগের মতো আয়তাকার বক্স হিসেবেই আসবে। তবে ব্যবহারকারীদের সুবিধার্থে এগুলোকে রিসেন্ট নোটস নামের একটি গ্রুপে দেখানো হবে। ভিজ্যুয়াল ডিজাইন পরিবর্তনের অংশ হিসেবে স্টিকি নোট অ্যাপে আলাদা সার্চবার যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা পুরনো নোট খুঁজে পাবে।
অন্যদিকে অ্যাপে নোট লেখার সুবিধার্থে আলাদা পপ-আউট উইন্ডোও যুক্ত করা হয়েছে। এর মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রাইকথ্রোসহ বিভিন্ন রিচ টেক্সট ফরমেটিং সুবিধাও থাকবে।
প্রথম দিকে শুধু উইন্ডোজ ১০-এর জন্য স্টিকি নোট আনা হয়। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসেও এটি যুক্ত করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য ক্রস ডিভাইস কানেকশন নিশ্চিত করা হয়। এর আগেও ওয়াননোটের সঙ্গে স্টিকি নোটকে যুক্ত করেছিল মাইক্রোসফট। ফলে ওয়াননোট অ্যাপ থেকে সহজে বিভিন্ন ডিভাইসে নোট দেখা যেত। এটি স্টিকি নোট অ্যাপের প্রথম পরিবর্তন নয়। ব্যবহারকারীদের উন্নত অভিজ্ঞতা দিতে মাইক্রোসফট প্রতিনিয়ত এর পরিষেবায় পরিবর্তন আনছে।