২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

১০৮ মেগাপিক্সেল ক্যামেরাসহ দেশের বাজারে রিয়েলমি সি ৬৭

প্রতিদিনের ডেস্ক
১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেটসহ সিক্স ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে দেশের বাজারে সি সিরিজের নতুন স্মার্টফোন উন্মোচন করেছে রিয়েলমি।
সি-সিরিজের অধীনে ১০ কোটির বেশি ডিভাইস বাজারজাতের পর নতুন এ মডেলটি চালু করেছে রিয়েলমি। এর ক্যামেরায় রয়েছে সেগমেন্টের প্রথম ইন-সেন্সর জুম ও স্ন্যাপড্রাগন প্রসেসর। এছাড়াও সি সিরিজের অধীনে নতুন স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। কোম্পানির দাবি এটি ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড তৈরি করবে।
ডিভাইসটির ক্যামেরায় সর্বোচ্চ পিক্সেল ব্যবহার করা হয়েছে, যেখানে প্রতিটি পিক্সেল ছবি প্রসেসিংয়ের পাশাপাশি স্বচ্ছ ছবি তোলায় সহায়তা করবে। ফটোগ্রাফিক দক্ষতার পাশাপাশি রিয়েলমি সি ৬৭ সিরিজে রয়েছে ৩এক্স ইন-সেন্সর জুম। সি-সিরিজে প্রথমবারের মতো এমন উন্নত ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
স্ন্যাপড্রাগন ৬৮৫ সিক্স এনএম চিপসেট স্মার্টফোন ব্যবহারকারীকে দিচ্ছে নির্ভরযোগ্য পারফরম্যান্সের গ্যারান্টি। সিপিইউ-তে ১৫ শতাংশ বুস্টিং পারফরম্যান্স, জিপিইউ এর ক্ষেত্রে বাড়তি ১০ শতাংশ পারফরম্যান্স এবং মূল ফ্রিকোয়েন্সিতে ২ দশমিক ৮ গিগাহার্টজ গতি গেমিং ও মাল্টিটাস্কিংয়ে সহায়ক হবে।
সি ৬৭ স্মার্টফোনটির ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলাত ৯৫০ নিটস পিক। এছাড়াও, এ স্মার্টফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সুবিধা। সানি ওয়েসিস ও ব্ল্যাক রক এ দুটি রঙে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৬৭ সিরিজটি। এর বাজারমূল্য ২২ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়