২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ডোবানোর দাবি ইউক্রেনের

প্রতিদিনের ডেস্ক
ইউক্রেন দাবি করেছে, তাদের সেনাবাহিনী রুশনিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ক্রিমিয়ায় কৃষ্ণসাগরে একটি রুশ যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে তা ডোবিয়ে দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুসারে, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। আর এ শব্দে বোঝা যায় বিস্ফোরণটি শহরটি থেকে খুব বেশি দূরে হয়নি। খবর বিবিসির। এর আগেও বহুবার কৃষ্ণ সাগরে রুশ জাহাজের ওপর হামলা চালিয়েছে ইউক্রেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোনগুলো একটি যুদ্ধজাহাজ আঘাত করছে। ইউক্রেন ক্রিমিয়ার আশেপাশের অঞ্চলে আক্রমণ জোরদার করছে বলে মনে করা হচ্ছে, কারণ দেশটির পূর্ব অংশে পরিস্থিতি স্থবির রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়