১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন ওয়ার্নার

প্রতিদিনের ডেস্ক
ঘরের মাঠে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ ওয়ার্নার আগেই জানিয়েছেন, চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দল থেকে অবসরে যাবেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপের আগে যেহেতু আর কোনো আন্তজার্তিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গতকাল মঙ্গলবারের তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটিই ঘরের মাঠে ওয়ার্নারের শেষ ম্যাচ। পার্থে ম্যাচসেরা হওয়ার পর আবেগআপ্লুত হয়ে নিজের অবসরের বিষয়টি আবার মনে করিয়ে দিলেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এডাম গিলক্রিস্টকে বাঁহাতি ওপেনার বলেন, সত্যিই এটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এখন সময় এসেছে তরুণদের, তাদের প্রতিভা দেখানোর। আমাদের এখানেও চরম প্রতিভাবান ক্রিকেটার আছেন। আমরা ভবিষ্যতের জন্য ভালো অবস্থানে আছি। ওয়ার্নারকে নিয়ে অসি অধিনায়ক মিচেল মার্শ বলেন, অবশ্যই এটি তার জন্য একটি দুর্দান্ত ক্যারিয়ার ছিল। আমার মনে হয় যেভাবে (সেই ইনিংস দিয়ে) শেষ করাটা তার জন্য উপযুক্ত। দুর্ভাগ্যবশত আমরা তার জন্য জয় পেতে পারিনি। গেল জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা দীর্ঘ ফরম্যাটের খেলা থেকে অবসর নিয়েছেন ওয়ার্নার। জানিয়ে দিয়েছেন, বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ার্নার খেলবেন, কেবল যদি দলের প্রয়োজনে তাকে ডাকা হয়। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টির ইতিহাসে এরইমধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেছেন ওয়ার্নার। এ তালিকায় সবার উপরে আছ্নে সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে ফিঞ্চের মোট রান ৩ হাজার ১২০। আর সংক্ষিপ্ত ফরম্যাটের এই খেলায় ওয়ার্নারের রান ৩ হাজার ৬৭ রান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়