মেহেরপুর প্রতিনিধি
ভূমিকম্পে কেঁপে উঠলো সীমান্তবর্তী জেলা মেহেরপুর। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৭ মিনিটের দিকে ৩/৪ সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ঘরবাড়ি। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাৎক্ষণিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে জেলার বিভিন্ন জায়গার মানুষ বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বলছে, ভারতের পশ্চিমবঙ্গের বারুইপাড়া নামক এলাকা ভূকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূকম্পনের বিষয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক আবুল কালাম আজাদ জানান, ভূমিকম্প শুরু হলে চিৎকার করে ধড়মড়িয়ে ওঠেন তারা। এরপর এদিক-ওদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। এই উপজেলার তেরাইল গ্রামের বাসিন্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন জুলফিকার আলী ভুট্টো বলেন, এর আগেও ভূমিকম্প হয়েছে। কিন্তু আজকের এই ভূমিকম্প অত্যন্ত শক্তিশালী। বাড়িঘর নড়ে গেছে। গাংনী উপজেলা শহরের সিনেমাহল পাড়া এলাকার জান্নাতুল ফেরদৌস বলেন, হঠাৎ জোরে জোরে ঘর নড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরে রাখা র্যাকের থালাবাসন কাঁপতে থাকে। এতে আতঙ্ক নেমে আসে।