প্রতিদিনের ডেস্ক
মিশিগানে জেনিফার ফ্লেভেলেন ২০১৭ সালে গাড়ি দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে কোমায় চলে যান। আনন্দবাজার জানায়, নিস্পন্দন মেয়ের শরীরটাকে পাঁচ বছর আগলে রেখেছিলেন মা পেগি। পাঁচ বছর পর আচমকাই এক অবিশ্বাস্য ঘটনা ঘটলো। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মা পেগি বলেন, ‘এক দিন মেয়েকে ‘জোকস’ শোনাচ্ছিলাম। হঠাৎ দেখি জেনিফার শরীরে কাঁপুনি দিচ্ছে। তখনই বুঝতে পারি, সে কোমা থেকে ফিরে এসেছে।’ পেগি যখন কথাগুলি বলছিলেন তখন তার চোখ জলে ভরে গিয়েছে। তার কথায়, জেনিফার চার বছর ১১ মাস ‘নিথর’ থাকার পর ‘যুদ্ধ’ জয়ের হাসি হেসেছে। সেই হাসি ছড়িয়ে পড়েছিল গোটা পরিবারের মুখে। যদিও জেনিফার এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। কথা বলার ক্ষমতা এখনও ফিরে পাননি। তবে চিকিৎসকেরা আশাবাদী খুব তাড়াতাড়ি আবার জেনিফার স্বাভাবিক জীবনে চলে আসবেন। পেগি জানান, জেনিফার এ ভাবে ফিরে আসাকে চিকিৎসকেরা ‘বিরল’ ঘটনা বলে অভিহিত করেছেন। তার চিকিৎসা এখনও চলছে। চিকিৎসার টাকা জোগাড় করতে সকলের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। পেগি বিশ্বাস করেন তার মেয়ে আবার আগের মতো কথা বলবে, হেঁটে চলে বেরাবে।