৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ 

মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

মোংলা সংবাদদাতা
মেট্রোরেলের ২য় চালান নিয়ে মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি “কিয়ো কোরাল”।ভিয়েতনাম বন্দর থেকে গত ৬ই ফেব্রুয়ারি মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে “এমভি কিয়ো কোরাল”। জাহাজটিতে মেট্রোরেলের ৪৯১ পিচ সিমেন্টের পাইল রয়েছে। “এম ভি কিয়ো কোরাল” জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শীপ কোম্পানীর ব্যবস্থাপক মো: ওয়াহিদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে। মেট্রোরেলের এ সকল মালামাল খালাসের সঙ্গে সঙ্গেই নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়