উৎপল মণ্ডল,শ্যামনগর
সুন্দরবনের খালে বিষ ঢেলে মাছ শিকারের সময় শেখ নাফিজ হোসেন(৪৭) নামের এক জেলেকে হাতেনাতে আটক করেছে কোবাদক স্টেশনের বনরক্ষীরা। বুধবার সকাল সাতটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হাড়িপোতা খাল থেকে তাকে আটক করা হয়। সে খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা গ্রামের মৃত শেখ সিদ্দিক হোসেনের ছেলে।এসময় বিষ দিয়ে শিকারকৃত নয় কেজি চিংড়ি মাছ, চার বোতল বিষ, একটি নৌকা ও ভেসালী জাল জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন বলেন, নিয়মিত টহলের সময় কোবাদক স্টেশন অফিসার মোবারক হোসেনের নেতৃত্বে নাফিজকে আটক করা হয়। অনুমতি না নিয়ে সুন্দরবনে প্রবেশ করে তিনি ৪১ কম্পাটমেন্টের হাড়িপোতা খালে বিষ ঢেলে মাছ শিকার করছিলেন। তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছ শিকারের ফলে বংশ বিস্তার বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি অনেক প্রজাতির মাছ ধ্বংস হয়ে থাকে। মোবরক হোসেন বাদি হয়ে নাফিজ হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের ব্যাপারে তথ্য দিলে বনবিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করার ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান।