প্রতিদিনের ডেস্ক
বলিউডের গণ্ডি পেরিয়েছেন বহু আগেই। কাজ করেছেন হলিউডের সিনেমায়। আবার অস্কারের মতো আয়োজনের মঞ্চেও হাজির হয়েছেন প্রেজেন্টার (পুরস্কার ঘোষণাকারী) হিসেবে। এবার তাকে দেখা যাবে ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) মঞ্চে, প্রেজেন্টারের ভূমিকায়। বলা হচ্ছে, বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের কথা। গেলো বছর ‘পাঠান’ ও ‘জাওয়ান’ দিয়ে সাফল্য উদযাপন করেছেন। এ বছরের শুরুটা হয়েছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ দিয়ে। যদিও এটি বক্স অফিসে তেমন সুবিধা করতে পারেনি। কিন্তু এর মধ্যেই তার জন্য খুশির বার্তা এলো লন্ডন থেকে। আগামী ১৮ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে বাফটা অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। বর্ণিল এই আয়োজনে প্রেজেন্টার হিসেবে থাকছেন দীপিকা। একই ভূমিকায় পাওয়া যাবে ডেভিড ব্যাকহাম, কেট ব্লানচেট ও ডুয়া লিপার মতো আন্তর্জাতিক তারকাকে। এতে একমাত্র বলিউড অভিনেত্রী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ‘পিকু’। যারা পর্যায়ক্রমে বাফটা মঞ্চে এসে খাম খুলে পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করবেন। এবারের বাফটা অনুষ্ঠান সঞ্চালনা করবেন ডেভিড টেনান্ট। লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে বসবে জমকালো এ আসর। যেটা যুক্তরাজ্যে সম্প্রচার করবে বিবিসি ও আই প্লেয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্রিটবক্স। বাফটার পুস্কার ও কনটেন্ট পরিচালক এমা বেহের বলেন, ‘এবারের আসরে এত এত মনোনয়ন পাওয়া শিল্পীদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি। পর্দা এবং এর পেছনের সেরা কিছু মানুষকে সম্মান জানানো হবে। সঞ্চালক ডেভিড টেনান্টের চার্ম ও কারিশমায় অনুষ্ঠানটি আরও মুখর হয়ে উঠবে। এছাড়াও থাকছে সোফি এলিস-বেক্সটর ও হান্নাহ ওয়াদিংহামের পরিবেশনা।’ প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনের হাতে বর্তমানে দুটো বড় সিনেমা রয়েছে। একটি নাগ অশ্বিন পরিচালিত অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৮৯৮ এডি’; অন্যটি রোহিত শেঠির নির্মাণে তারকাবহুল ‘সিংহাম অ্যাগেইন’।
সূত্র: বলিউড হাঙ্গামা