১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

নিজের পক্ষে ভোটে কারচুপির কথা বলে আসন ছাড়লেন জয়ী প্রার্থী

প্রতিদিনের ডেস্ক
গত সপ্তাহে পাকিস্তানের বিতর্কিত জাতীয় নির্বাচনে একটি আসন জেতা একজন রাজনীতিবিদ তাঁর আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলছেন, ভোটগ্রহণের সময় তাঁর জয়ের পক্ষে কারচুপি হয়েছে। জামায়াতে ইসলামী দলের হয়ে হাফিজ নাঈম উর রহমান করাচি শহরের প্রাদেশিক বিধানসভা আসন পিএস-১২৯-এ বিজয়ী হয়েছিলেন। কিন্তু এই সপ্তাহে তিনি দাবি করেছেন, ইমরান খানের পিটিআই সমর্থিত প্রার্থী অনেক বেশি ভোট পেয়েছেন এবং এ জন্য তাঁদের ভোটের সংখ্যা পড়ে গেছে। ফলে তিনি আসনটি ছেড়ে দেবেন। দলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার হাফিজ বলেন, ‘যদি কেউ আমাদের অবৈধ উপায়ে জয়ী করতে চায়, আমরা তা মেনে নেব না। জনগণের মতামতকে সম্মান করা উচিত, বিজয়ীকে জিততে দিন, পরাজিতকে হারতে দিন, কেউ যেন অতিরিক্ত কিছু না পায়।’ এই রাজনীতিবিদ আরো জানান, তিনি ২৬ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারি ভোট পেয়েছিলেন ৩১ হাজারের মতো। কিন্তু এই সংখ্যা ভুলভাবে উপস্থাপন করা হয়। দাবি করা হয় সাইফ বারি ১১ হাজারের মতো ভোট পেয়েছেন। এদিকে পাকিস্তানের নির্বাচনী কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়