আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর গাছের ডাল পড়ে বিদ্যুতের তার বিচ্ছন্ন হয়ে ২জন নিহত হয়েছে। জানাগেছে বৃহস্পতিবার বিকালে মহেশপুর-খালিশপুর রাস্তায় কলেজবাসষ্ট্যান্ড সংলঘ্ন স্থানে হালকা ঝড়ো বৃষ্টির পর পরই কোড়ই গাছের একটি মরা ডাল বৈদ্যুতিক তারের উপর পড়ের খুটি থেকে তার বিচ্ছন্ন হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের মৃত দুলার মিস্ত্রির ছেলে খোকন মিস্ত্রি (৪৭) এবং মটর সাইকেল গ্যারেজের কর্মচারী তানভীর হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। কিন্তু তার আগেই তাদের মৃত্যু হয়। তানভীর মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আমিনুর রহমানের পুত্র।স্থানীয় বাসিন্দারা বলেন হালকা বৃষ্টির কিছুক্ষণ পরেই কড়োই গাছের একটি মৃত ডাল বৈদুতিক তারের উপর পড়ে খুটি থেকে বৈদুতিক তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে এ হতাহতের ঘটনা ঘটে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।