২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

এমথ্রি চিপযুক্ত আইপ্যাড এয়ার আনবে অ্যাপল

প্রতিদিনের ডেস্ক
চলতি বছর নতুন মডেলের আইপ্যাড এয়ার ও আইপ্যাড প্রো মডেল বাজারজাত করতে পারে অ্যাপল। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গ্যাজেটস নাও।
গুঞ্জন রয়েছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট হয়তো প্রথমবারের মতো বড় ডিসপ্লের আইপ্যাড এয়ার বাজারজাত করতে পারে। কোম্পানি যদি সত্যিই এ উদ্যোগ নিয়ে থাকে তাহলে সাশ্রয়ীমূল্যের ট্যাবলেট লাইনআপে এটি বড় ধরনের পরিবর্তন হিসেবে গণ্য হবে।
২০২২ সালে আইপ্যাড এয়ারের ডিজাইনে পরিবর্তন আনে অ্যাপল। সে সময় এতে ১০ দশমিক ৯ ইঞ্চির একটি ডিসপ্লে দেয়া হয় এবং আইপ্যাড প্রো এর মতো সমান্তরাল কর্নার ডিজাইন দেয়া হয়।
ব্লুমবার্গের মার্ক গুরম্যানের তথ্যানুযায়ী, চলতি বছর অ্যাপল ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড এয়ার বাজারজাত করতে পারে। গুঞ্জন সত্যি হলে প্রথমবারের মতো দুটি আলাদা ডিসপ্লে আকারে আইপ্যাড এয়ার কেনা যাবে। ডিভাইসগুলোয় এমটু বা এমথ্রি চিপ ব্যবহার করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়