প্রতিদিনের ডেস্ক
গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের নিরাপত্তাজনিত সতর্কবার্তা দিয়েছে ভারত সরকার। ৬৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে শীর্ষে থাকা এ ব্রাউজারে নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে, যা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে জাতীয় নিরাপত্তাকেও বিপন্ন করতে পারে। এ সমস্যা থেকে ব্যবহারকারীদের দূরে রাখতে সতর্কবার্তা দিয়েছে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
সম্প্রতি ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) গুগল ক্রোমের বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে। এ নিরাপত্তা ত্রুটিগুলোকে কাজে লাগিয়ে হামলাকারীরা যেকোনো কম্পিউটারে ক্ষতিকর কোডের মাধ্যমে হামলা চালাতে পারবে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা সংস্থাটি। এতে হ্যাকাররা কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে আর সংবেদনশীল তথ্যও চুরি করতে পারে বলেও জানা গেছে।
হ্যাকাররা ব্রাউজারের এ নিরাপত্তা দুর্বলতাকে ব্যবহার করে বিশেষভাবে তৈরি করা ওয়েবপেজের মাধ্যমে ব্যবহারকারীদের শিকারে পরিণত করতে পারে। যদি কোনো ব্যবহারকারী এ ধরনের ওয়েবপেজে যায় তাহলে ব্রাউজারের বিদ্যমান নিরাপত্তা ত্রুটিগুলোর জন্য হ্যাকিং শিকার হতে পারে। এ নিরাপত্তা ত্রুটিটি মূলত সাইড প্যানেল সার্চের একটি ফিচারের মাধ্যমে কাজ করে, যা মেমোরি এররকে লক্ষ্য করে আক্রমণ চালায়। ফলে সম্ভাব্যভাবে যেকোনো কোড কার্যকরভাবে প্রবেশ করানো বা নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করার অনুমতি পাওয়া যায়।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় ব্যবহারকারীকে সতর্ক থাকতে বলেছেন। বিশেষ করে অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইটে প্রবেশ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তারা। কোনো ই-মেইল, মেসেজ বা অবিশ্বস্ত সোর্স থেকে আসা লিংকেও ক্লিক করা যাবে না বলেও পরামর্শ দিয়েছেন ভারতীয় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এ সমস্যার বিষয়ে গুগলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।