২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

দুই সীমান্তে হত্যার প্রতিবাদ কালীগঞ্জে

সোহাগ আলী, কালীগঞ্জ
বাংলাদেশ সংলগ্ন ভারত ও মিয়ানমার সীমান্তে বিএসএফ ও বিজিপি সদস্যদের গুলিতে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি দোয়ার আয়োজন করে । শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ফয়লা বাইতুল মামুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয় ।কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক হামিদুল ইসলাম হামিদসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এ দোয়া মাহফিলে অংশ নেয় ।দলটির নেতাকর্মীরা জুমার নামাজ শেষে এ দুই সীমান্তে হত্যার প্রতিবাদ জানান । জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত এ দোয়া মাহফিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক হামিদুল ইসলাম হামিদের তত্বাবধানে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয়েছে। দোয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যদের গুলিতে নিহত বাংলাদেশীদের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়