শান্ত দেবনাথ, বাঘারপাড়া
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, আমরা যে নির্বাচন উপহার দিলাম আমাদের চেষ্টার কমতি ছিলনা। আমি জানিনা কতটুকু আমরা সফল হয়েছি, আপনারা বলতে পারবেন। নির্বাচন কমিশন সব সময় দৃঢ় ভাবে কাজ করছে। আমাদের চেষ্টার কোন কমতি ছিলোনা। নির্বাচন কমিশন কথায় নয়, সবসময় কাজে বিশ্বাসী। যার প্রমাণ আপনারা সংসদ নির্বাচনে পেয়েছেন। শুক্রবার সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার মির্জাপুর মহিলা আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘আগামি মে মাসে ৪টি ধাপে উপজেলা নির্বাচন। আপনারা জানেন ইতোমধ্যে জনপ্রতিনিধিরা ভোট চাওয়া শুরু করেছে। সামনের উপজেলা নির্বাচন আরো সুন্দর হবে। সামনের দিনে আরো ভালো কিছু উপহার দেবে নির্বাচন কমিশন। তিনি বলেন, বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি নিদর্শন স্মার্ট কার্ড। নাগরিকদের মাঝে এই কার্ড বিতরণের মধ্য দিয়ে আমাদের দেশ আরো এক ধাপ এগিয়ে গেল।’এদিন সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। স্বাগত বক্তব্য রাখেন, যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. শাহিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। এসময় উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদা আফরোজসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অন্যদিকে দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত কার্ড পেয়ে খুশি এখানকার নাগরিকেরা। অনেককেই আনন্দ-উচ্ছ্বাস করতে দেখা গেছে। এখন তারা নিজেদেরকে ডিজিটাল দেশের স্মার্ট নাগরিক মনে করছেন। উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলায় ১ লাখ ৪৭ হাজার ৪৩০ জন নাগরিক উন্নতমানের এই জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) পাবেন। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২০ মার্চ পর্যন্ত পর্যায়ক্রমে সবকটি ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক বিরতণ কার্যক্রম চলবে। এই স্মার্টকার্ডে মাধ্যমে ২২টি সেবা পাওয়া যাবে। কালক্রমে গুরুত্বপূর্ণ সব কাজে এই কার্ড প্রয়োজন হবে।