প্রতিদিনের ডেস্ক
পৃথিবীতে প্রতিনিয়ত ঘটছে নানা অদ্ভুত ঘটনা। চল্লিশ বছর বয়সি ব্রিটিশ গায়ক-গীতিকার রকার ব্রোকার্ড এমন এক নতুন জীবন শুরু করেছিলেন যা অনেককে বিস্মিত এবং কৌতূহলী করে তুলেছিল। ২০২২ সালে তিনি ভিক্টোরিয়ান যুগের একটি সৈনিক ভূতকে বিয়ে করেছিলেন যাকে ভালোবেসে এডওয়ার্ডো নামে ডাকতেন। ব্রোকার্ডের মতে, এডওয়ার্ডো বেশ সুদর্শন ছিল। তবে মাঝে মাঝে অদৃশ্য হয়ে যেত। ‘এক্সরসিজম’ প্রক্রিয়ায় ধীরে ধীরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ব্রোকার্ড এবং একপর্যায়ে তাদের বিচ্ছেদ ঘটে। টাইমস নাউ।