১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

চার নম্বর ছবিতে রিপা

প্রতিদিনের ডেস্ক
‘দহন’ সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ছোট একটি চরিত্রে। এরপর ‘মুক্তি’ ও ‘ময়না’ সিনেমায় অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এ দুটি ছবিই এখন মুক্তির অপেক্ষায়। এবার চতুর্থ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন রাজ রিপা। ছবির নাম ‘মৃত্যু ১৯’। ছবিটি পরিচালনা করছেন তানভীর হাসান। এই ছবিতে রাজ রিপার নায়ক নবাগত শিশির সরদার। রাজ রিপা সিনেমার বাইরেও কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। গত বছর সেলিব্রেটি প্রিমিয়ার লীগের একটি ঘটনাকে কেন্দ্র করে ভাইরাল হয়েছিলেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে রাজ রিপা বলেন, স্বপ্ন দেখতাম এফডিসিতে আসবো।
স্বপ্নটাকে ভেতরে লালন করি। ‘দহন’ সিনেমার মহরতে আমি এফডিসিতে এসেছিলাম। সেই সিনেমার একজন অভিনেত্রী হওয়ার পরেও আমাকে মঞ্চে ডাকা হয়নি। সেদিন থেকেই একটা প্রতিজ্ঞা করেছিলাম, নায়িকা হয়েই এফডিসিতে আসবো। সেদিনের সে স্বপ্ন বাস্তবে রূপ নিলো আজ। তিনি বলেন, আজ আমার সেই স্বপ্নটা পূরণ হলো। এখন আমি আত্মবিশ্বাসী। আমি একদিন সুপারস্টার নায়িকা হবো। উল্লেখ্য, ‘মৃত্যু ১৯’ সিনেমার মহরতে হাজির ছিলেন জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ, আলিমুল্লাহ খোকন, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, শাহীন সুমন, অপূর্ব রানা, এফ আই মানিক, গাজী মাহমুদ, এমডি ইকবাল, ডিএ তায়েবসহ অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়