২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আগুন, দগ্ধ বাক প্রতিবন্ধী সাজেদা

আব্দুল আলিম, সাতক্ষীরা
সাতক্ষীরায় রান্না করতে গিয়ে সাজেদা খাতুন নামের এক বাক প্রতিবন্ধী আগুনে পুড়ে দগ্ধ হয়েছে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে । বুধবার(১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে নিজ বাড়িতে তিনি অগ্নিদগ্ধ হন। দৃষ্টি প্রতিবন্ধী বালিয়াডাঙা গ্রামের রেজাউল ইসলাম জানান, তার স্ত্রী সাজেদা একজন বাক প্রতিবন্ধী। বুধবার রাত ৯টার দিকে বাড়িতে রান্না করার সময় শাড়ির আঁচলে আগুণ লাগায় সে দগ্ধ হয়। তার চিৎকারে স্থানীয় নজিবুন খাতুনসহ কয়েকজন তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আহছানুল কবীর শিপলু জানান, সাজেদার (৩৫) দুই পা, উরু ও তলপেটের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়