১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আলোচনায় ভূমি

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ভক্ষক’। যে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। বিহারের এক হোমের আশ্রিত অনাথ মেয়েদের নিপীড়নের গল্প পর্দায় তুলে ধরেছেন পরিচালক পুলকিত। এ ছবিতে ভূমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প মনে দাগ কেটে যাওয়ার মতোই। বিশেষ করে ভূমির অভিনয় দর্শক যথেষ্ট পছন্দ করছেন। এখানে একজন মফস্বলের সাংবাদিকের সাধারণ চরিত্রে অসাধারণ অভিনয় করে আলোচনায় উঠে এসেছেন তিনি। ছবির সাফল্যে এতদিনের পরিশ্রম খানিক লাঘব হয়েছে ভূমির। স্বাভাবিক ভাবেই তিনি খুশি। তবে সবচেয়ে খুশি নাকি ভূমির মা।
খুশি হয়ে মেয়ে ভূমিকে নাকি বিশেষ একটি উপহারও দিয়েছেন তিনি। ভূমির কপালে চুমু খাচ্ছেন তার মা। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ‘ভক্ষক’ দেখার পর তিনি আবেগতাড়িত হয়ে পড়েছিলেন। এটা সেই আবেগেরই বহিঃপ্রকাশ। মায়ের আদরমাখা ছবি পোস্ট করে ভূমি লিখেছেন, সিনেমাটা মায়ের খুবই ভালো লেগেছে। মা যখন দেখেছেন তখন আমি বাড়ি ছিলাম না। ফেরার পর দেখলাম গোটা বাড়ি থমথমে। আমাকে দেখেই মায়ের চোখে জল চলে এলো। আমার কাছে এটার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই। তবে ভূমির প্রাপ্তি এখানেই শেষ নয়। মা মাথায় হাত বুলিয়ে, চুমু খেয়ে শুধু আদরই করেননি, মেয়েকে উপহারও দিয়েছেন। ভূমি জানিয়েছেন, প্রতিবারই সিনেমা মুক্তি পেলে একটি করে সোনার মুদ্রা মায়ের থেকে উপহার পান তিনি। এবারো তার অন্যথা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়