প্রতিদিনের ডেস্ক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, অ্যাপলের আইমেসেজের ক্ষেত্রে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) প্রযোজ্য নয়। ইউরোপীয় নিয়ন্ত্রক সংস্থার তদন্তের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গিজচায়না।
ডিজিটাল মার্কেটস অ্যাক্টের মূল লক্ষ্য হলো ইউরোপের বাজারে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা। ইইউ তাদের তদন্তের পরে জানিয়েছে, ইউরোপীয়রা আইমেসেজের চেয়ে হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করেন। সেজন্য গেটকিপার প্লাটফর্ম হিসেবে আইমেসেজ ডিএমএর অধীনে পড়ে না। তাই টেক জায়ান্ট মাইক্রোসফট, বিং, অ্যাপল, মেটা, গুগল, অ্যামাজন এবং টিকটকের মতো কঠোর নিয়মের সম্মুখীন হতে হবে না অ্যাপলের আইমেসেজকে।
ডিএমএর নিয়ম অনুসারে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোকে অ্যাপলের আইমেসেজের সঙ্গে তাদের ডাটা শেয়ার করার প্রয়োজন হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কার্যক্রম চালিয়ে যেতে হলে অ্যাপলকে অবশ্যই ডিএমএর নিয়ম মানতে হবে। সম্প্রতি অ্যাপল ইউরোপে ডিএমএ অনুসরণ করে ব্যবহারকারীদের অন্যান্য অ্যাপ স্টোরগুলো সহজে অ্যাকসেস দিতে সম্মত হয়েছে।
ন্যায্য ও উন্মুক্ত ডিজিটাল বাজার নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় কমিশন ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) তৈরি করেছে। এটি গেটকিপার নামে পরিচিত বড় অনলাইন প্লাটফর্মগুলোকে নিয়ন্ত্রণের দিকে মনোনিবেশ করে। এতে করে অনলাইন প্লাটফর্মগুলো অন্যায় কোনো অনুশীলনে জড়িত হতে পারবে না।
কোন অনলাইন প্লাটফর্মগুলো গেটকিপার হিসেবে চিহ্নিত হবে তা নির্ধারণ করার জন্য ডিএমএর নিয়ম রয়েছে। যেসব প্লাটফর্মের প্রচুর প্রভাব, ব্যবহারকারী ও শক্তিশালী ব্যবসা রয়েছে তাদের মূলত গেটকিপার বলা হয়। ইউরোপের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে।