প্রতিদিনের ডেস্ক
হ্যাকিং থেকে শুরু করে হোম সিস্টেম কন্ট্রোলসহ নানা কাজে ব্যবহার হয়ে থাকে ফ্লিপার জিরো ডিজিটাল মাল্টি টুল। এবার গেমারদের জন্য গেমিং সুবিধা যোগ করছে ফ্লিপার জিরো। রাস্পবেরি পাইয়ের সঙ্গে অংশীদারত্ব চুক্তির মাধ্যমে এ সুবিধা যোগ হচ্ছে ডিভাইসটিতে। খবর এনগ্যাজেট।
ফিচারটি একটি নতুন অ্যাড-অন হিসেবে ডিভাইসে আসতে যাচ্ছে। যাকে একটি ভিডিও গেম মডিউল বলা যায়। মডিউলটি রাস্পবেরি পাইয়ের আরপি২০৪০ মাইক্রোকন্ট্রোলার নির্ভর করে তৈরি করা হয়েছে যা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি, সিপ্লাসপ্লাস ও মাইক্রোপাইথন চালাতে সক্ষম।
ফ্লিপার ডিভাইস হিসেবে মডিউলটি আরো কয়েক ধাপ উন্নত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিভাইসে হ্যান্ড ট্র্যাকিংয়ের জন্য সেন্সর, একটি ত্রি-এক্সিস জাইরোস্কোপ এবং একটি থ্রি এক্সিস অ্যাক্সিলোমিটার থাকবে।
ফ্লিপার জিরোর সর্বাধুনিক মডিউল এটি। এতে সম্ভবত প্রোগ্রামারদের হার্ডওয়্যার নিয়ে পরীক্ষা করার জন্য একটি ফিল্ড-ডে থাকবে। পরিবর্তন করার জন্য মাইক্রোকন্ট্রোলারের সঙ্গে ইন্টারফেসে একটি বিল্ড-ইন ইউএসবি-সি সংযোগকারী পোর্ট রয়েছে। এটিকে একটি অনবোর্ড আইএমইউসহ ওয়ান-পার্ট ফ্লিপার মডিউল এবং ওয়ান-পার্ট পিকো-টাইপ ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়।
ফ্লিপার ডিভাইসের প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) অ্যালেক্স কুলাগিন বলেন, ‘আশা করি এ মডিউলটি ফ্লিপার জিরো ব্যবহারের নতুন উপায়গুলো উন্মুক্ত করবে। পাশাপাশি রেট্রো গেমিং অভিজ্ঞতা তৈরি করবে।’ প্রসঙ্গত, ভিডিও গেম মডিউলটির দাম ৪৯ ডলার ও ফ্লিপার জিরোর দাম ১ হাজার ১৬৯ ডলার।