২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

চীনা ব্যবহারকারীদের ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে মেটা

প্রতিদিনের ডেস্ক
চীন থেকে পরিচালিত একাধিক ভুয়া ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে মেটা। যুক্তরাষ্ট্রের সামরিক সদস্যদের পরিবার ও যুদ্ধবিরোধী কর্মী হিসেবে এসব ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছিল। খবর এনগ্যাজেট।
মেটার নিরাপত্তা গবেষকদের তথ্যানুযায়ী, ফেসবুক ও ইনস্টাগ্রামের ভুয়া অ্যাকাউন্টগুলো মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তৈরি করা হয়েছিল। কোম্পানির সর্বশেষ কো-অর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার (সিআইবি) প্রতিবেদনে অ্যাকাউন্ট অপসারণের কারণ তুলে ধরা হয়েছে।
অ্যাকাউন্টগুলো চীন থেকে পরিচালনার কথা বললেও মেটা নির্দিষ্ট করে কোনো গোষ্ঠীকে এর জন্য দায়ী করেনি। প্রাপ্ত তথ্যানুযায়ী, ভুয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ৩৩টি ফেসবুক অ্যাকাউন্ট, চারটি ইনস্টাগ্রাম প্রোফাইল, ছয়টি ফেসবুক পেজ ও ছয়টি ফেসবুক গ্রুপ ছিল।
চীনের এসব অ্যাকাউন্ট থেকে সংবেদনশীল বিষয়, যেমন তাইওয়ান ও ইউক্রেনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে পোস্ট করা হচ্ছিল। মেটার থ্রেট ইন্টেলিজেন্সের প্রধান জানান, চীনভিত্তিক প্রভাব বিস্তারকারী এ ধরনের কার্যক্রম বেড়েছে। ২০১৭ সাল থেকে চীন থেকে ১০টি সিআইবি নেটওয়ার্ক সরিয়ে নিয়েছে মেটা, যার মধ্যে ছয়টি ঘটনা ঘটেছে গত বছর।
২০২৩ সালে মেটা হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্টের নেটওয়ার্ক অপসারণ করেছে, যা চীনপন্থী প্রচারমূলক বার্তা ছড়ানোর চেষ্টা করেছিল। তবে মেটা জানায়, উভয় ক্ষেত্রেই ভুয়া অ্যাকাউন্টগুলো তাদের বার্তা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। কোম্পানির মতে, সর্বশেষ নেটওয়ার্কটি প্রায় তিন হাজার ফেসবুক অ্যাকাউন্টের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তবে ইনস্টাগ্রাম পেজগুলোর কোনো ফলোয়ার ছিল না। মেটার আশঙ্কা আগামী নির্বাচনের আগে এমন আরো প্রচেষ্টা দেখা যেতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়