প্রতিদিনের ডেস্ক
কলকাতার গুণী অভিনেত্রী দেবশ্রী রায়। অনেক সফল ছবি ক্যারিয়ারে উপহার দিয়েছেন তিনি। কিন্তু এ লড়াইটা তো কঠিন ছিল? সম্প্রতি এমন প্রশ্নের উত্তরে দেবশ্রী ক্ষোভের সুরে বলেন, তাতে কী? দেবশ্রী রায় কি পদ্মশ্রী পেয়েছেন? না পাননি। এখান থেকে আমি অন্য কোনো সেরার সম্মানও পাইনি। আন্তর্জাতিক পরিচিতি পাওয়া দেবশ্রী রায়কে হয়তো ওগুলো দেয়া যায় না। মাঝে মাঝে মনে হয়, আমি মারাঠি, কিন্তু জন্মেছি আর বড় হয়েছি কলকাতায়! হয়তো আমি যোগ্য নই। তাই পাইনি।