২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ  । ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ 

২৩ কেজির দুই দাতিনা বিক্রি ১ লাখ ২৪ হাজারে

প্রতিদিনের ডেস্ক
বঙ্গোপসাগরে ধরা পড়া সাড়ে ২৩ কেজি ওজনের দুটি দাতিনা মাছ এক লাখ চব্বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে জেলেরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে ডাকের মাধ্যমে কিনে নেন মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন।
কক্সবাজার থেকে আসা এফবি মায়ের দোয়া ট্রলারে মাছ দুটি তিনদিন আগে ধরা পড়ে। এ বিষয়ে ট্রলার মাঝি লক্ষ্মী মিয়া বলেন, সচরাচর দাতিনা মাছগুলো তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশের জাল ফেলেছিলাম তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ। প্রথমে ভেবেছিলাম কোরাল পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ। ডাকে তোলার পর মাছ দুটি সজীব নামের এক মৎস্য ব্যবসায়ী এক লাখ ২৪ হাজার টাকায় কিনে নেন। যার একটি মাছ ১৪ কেজি ৪০০ গ্রাম অন্যটি ৯ কেজি ১০০ গ্রাম।
এ বিষয় সজিব হোসেন বলেন, দাতিনা মাছ সচরাচর ঘাটে আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাবো। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারবো।
এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এরা গভীর সাগরের মাছ। এ মাছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়, যা দিয়ে ওষুধ তৈরি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায় না। এ প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়