৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ  । ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ 

আগামী বছরের আগে আসবে না নিনতেনদো সুইচ ২

প্রতিদিনের ডেস্ক
প্রথম নিনতেনদো সুইচ ডিভাইস আনার পর প্রযুক্তি বাজারে শোরগোল তৈরি হয়েছিল। প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে ডিভাইসটি গ্রাহকদের পছন্দের শীর্ষে রয়েছে। চলতি বছর নতুন ডিভাইস উন্মোচনের বিষয়ে আলোচনা হলেও সে সময় আরো পিছিয়েছে। বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দ্বিতীয় সুইচ কনসোল বাজারজাত করা হতে পারে। খবর দ্য ভার্জ।
সূত্রের তথ্যানুযায়ী, এরই মধ্যে গেমের ডেভেলপারদের এ বিষয়ে অবগত করা হয়েছে। কয়েকটি গেম নির্মাতা কোম্পানি নতুন কনসোলের জন্য গেমও তৈরি করছে বলে জানা গেছে। সুইচ ২ বাজারে আসার সময় মেট্রোয়েড প্রাইম ৪ গেমটি থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
২০১৭ সালে সুইচ কনসোল প্রথমে বাজারে আনা হলেও ২০১৯ সালে নতুন করে প্লাটফর্মের জন্য গেম উন্নয়নের কাজ শুরু হয়। নিনতেনদোর প্রথম কনসোলটি কোম্পানির সবচেয়ে বেশি বিক্রীত ডিভাইসের খেতাবপ্রাপ্ত। সনি ও মাইক্রোসফটের তুলনায় কোম্পানির বিক্রি অনেক বেশি ছিল। যে কারণে প্রযুক্তিবিদরা বলছেন, নতুন ডিভাইসটিকে ঘিরেও তাই প্রযুক্তি বাজারে আগ্রহ রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়